এবিএনএ : নিজেকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির ডোনাল্ড জে ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে ট্রাম্প
শুরুতে সবাইকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। তিনি নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন এবং তাকে (ট্রাম্প) অভিনন্দন জানিয়েছেন। হিলারি ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন তিনিও।
ট্রাম্প বলেন, ‘বিভেদ ভুলে আমাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে। আমরা একসঙ্গে কাজ করব। আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট।’
ট্রাম্প সমর্থকদের উল্লাস
নবনির্বাচত প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি এজন্য এসেছি যেন আমরা একসঙ্গে কাজ করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই আমেরিকাকে মহান করার জন্য কাজ করব।’
সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে হোয়াইট হাউসে যাচ্ছেন ট্রাম্প। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।