এ বি এন এ : উত্তর কোরিয়া আবারো পারমাণবিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার সকালে দেশটির কিলজু কাউন্টি শহরের পাংগুইরি নামে স্থানে পরীক্ষা চালানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায় বিভিন্ন সময় একই স্থানে চারটি পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়. পারমাণবিক পরীক্ষা চালানোর সময় কৃত্রিম ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূকম্পনটির মাত্রা ছিলো ৫ দশমিক ৩।
জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ার প্রধান রাজনৈতিক নেতা কিম জন উংয়ে নির্দেশে একের পর এক দেশটি পারমাণবিক বোমা, মিসাইল ও ব্যালাস্টিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এর আগে গত জানুয়ারি মাসে সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল দেশটি।