এবিএনএ : ১৯৯১ সালে ডিজনির ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ অ্যানিমেশন ছবিতে মূল গানে কন্ঠ দিয়ে সুনাম অর্জন করেছিলেন সেলিন ডিওন। সেই গান তাঁকে এনে দিয়েছিল আন্তর্জাতিক খ্যাতি। আবারও একই ছবির জন্য নতুন একটি মূল গান গাইবেন কানাডিয়ান এই সংগীত তারকা। এই বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এর নতুন ছবিটি।