এ বি এন এ : “প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী মাস থেকে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে চালু হচ্ছে বিশেষ রেশন কার্ড। এতে কার্ডধারী একজন হতদরিদ্র ব্যক্তি প্রতি মাসে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন। বছরে পাঁচ মাসে এ চাল বিতরণ করা হবে। ইতিমধ্যে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।”
আজ শনিবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জের লাকিরচর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও নদীভাঙন কবলিতদের মাঝে নগদ অর্থ সহায়তা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম।
খাদ্যমন্ত্রী বলেন, “প্রকল্পসংলগ্ন ধলেশ্বরীতে অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের কারণে লাকিরচর আশ্রয়ন প্রকল্প ভেঙে যাচ্ছে। ভাঙনের কারণে এখানকার ঘরহারা মানুষদের পার্শ্ববর্তী খাস জমিতে ঘর তুলে বরাদ্দ দেওয়া যায় কিনা- সেটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।” ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নিতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আজম খান বারকু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শিলারা ইসলাম, রুহিতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সোলায়মান, বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জেড এ জিন্নাহ প্রমুখ।
অনুষ্ঠানে লাকিরচর আশ্রয়ন প্রকল্পের ঘরহারা ৪০ পরিবারকে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়। খাদ্যমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়।