এবিএনএ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার আকস্মিকভাবে আফগানিস্তান সফর করেছেন। শুক্রবার আফগান সফর করেন তিনি।
দেশটিতে আমেরিকার দীর্ঘ যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল বিষয়ে অনির্ধারিতভাবে গড়িমসি করার পর তিনি এ সফরে গেলেন। এ সফরকালে কার্টার আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি ও মার্কিন সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
পেন্টাগন মুখপাত্র পিটার কুক টুইটারে বলেন, ‘আফগানিস্তান সফরে যাওয়া প্রতিরক্ষা মন্ত্রীর আফগান নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা দেয়া প্রচেষ্টার হাল নাগাদ তথ্য পেতে মার্কিন সৈন্য এবং সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।’ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিতভাবে আফগানিস্তানসহ তার প্রত্যাশিত বৈদেশিক নীতির আভাস দেয়ার পর তিনি এ সফরে গেলেন। কার্টার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি বাগরাম বিমান ঘাঁটিতে অবতরণ করেন। উল্লেখ্য, ১৫ বছর ধরে যুদ্ধ চলার পর আফগানিস্তানে এখনো প্রায় ১০ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।