এবিএনএ : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা প্রমাণিত হলে তিনি জেলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।
বৃহস্পতিবার মতিঝিলের বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন এ কথা বলেন। প্রসঙ্গত, সম্প্রতি সালাউদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটির বিরুদ্ধে আর্থিক খাতসহ নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। ফিফা ও এএফসির অর্থ সালাউদ্দিনের নিজের ব্যাংক হিসাবে রাখার অভিযোগও তুলেছেন কেউ কেউ।
অভিযোগকারীদের উদ্দেশ করে সালাউদ্দিন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তদন্ত করে প্রমাণ করুন। প্রমাণিত হলে আমি জেলে যেতেও প্রস্তুত আছি। আর প্রমাণ করতে ব্যর্থ হলে আপনাদের ক্ষমা চাইতে হবে। তিনি আরো বলেন, আমি কোন পরিবার থেকে এসেছি সেটা সবার মনে রাখা উচিৎ। দেশের জন্য যুদ্ধ করেছি। স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলেছি। জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলাম। আমার চাচা এবং আমি স্বাধীনতা পুরস্কার পেয়েছি। এটা সবার মনে রাখা উচিৎ। গালি আমিও জানি। তবে আমি ভদ্র পরিবার থেকে এসেছি। তাই আমার ভেতর ভদ্রতা রয়েছে। এসময় আগামী ৩০ এপ্রিল বাফুফের নির্বাচনে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান তিনি।