এ বি এন এ : অনলাইন ডেটিংয়ের প্রসার বর্তমানে ক্রমে বাড়ছে। অনেকেই নিজের জীবনসঙ্গী খুঁজে নিতে অন্য কোনো মাধ্যম বাদ দিয়ে অনলাইনের সহায়তা নিচ্ছেন। আর এ ক্ষেত্রে অনলাইনে কিভাবে অন্যদের আকর্ষণ করা যায়, তা নিয়ে আগ্রহও বাড়ছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস। অনলাইনে আপনার আকর্ষণীয় প্রোফাইল তৈরি করতে চাইলে কিছু বিষয়ে মনোযোগী হতে হবে। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা। অন্যথায় তা আপনার সম্পর্ককে স্থায়ী করবে না। অনলাইনে অনেকেই ভুল ভাষা কিংবা অন্য কোনোভাবে নিজেকে ভুলভাবে উপস্থাপন করেন। এতে তাদের মূল বিষয়টিই ভণ্ডুল হয়ে যায়। তাই সবক্ষেত্রে সঠিক বিষয়গুলোকে উপস্থাপনের গুরুত্ব রয়েছে। অনেকেই নিজের সঠিক তথ্য না দিয়ে অন্যদের কাছে সমাদৃত হবে এমন ধরনের তথ্য দেন। এ ক্ষেত্রে মিথ্যা তথ্যগুলো অনেকেই ধরে ফেলেন এবং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ছাড়া মিথ্যা তথ্য থাকলে তা পরবর্তীতে যাচাই করার সময় ধরা পড়ে। এতে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কাউকে টেক্সট মেসেজ, চ্যাট বা বা অনলাইনে অন্যকোনো উপায়ে বার্তা দেওয়ার সময় আমরা অনেকেই এমন সব সম্বোধন করি, যা অপর পক্ষের সঙ্গে সহজভাবে যোগাযোগের পথ বন্ধ করে দেয়। যদিও সঠিকভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে তিনি কাউকে হাই হ্যালো বাদ দিয়ে তার নাম ও সঙ্গে হ্যালো যোগ করার পরামর্শ দেন। আপনি যদি অনলাইনে কারো সঙ্গে দেখা করার সময় ঠিক করতে চান তাহলে এ নিয়ে বেশি উদ্যম ব্যয় না করাই ভালো। আপনি যদি বিভিন্ন সময় ধরে ধরে দেখা করার সময় ঠিক করতে না পারেন তাহলে এটি বড় সমস্যা সৃষ্টি করতে পারে। তাই সময় নিয়ে বেশি উদ্যম ব্যয় করা বাদ দিন। অনেকেরই অভ্যাস থাকে টেক্সট মেসেজে অতিরিক্ত লেখা। এটি অন্যের বিরক্তি সৃষ্টি করে এবং বার্তা প্রেরকের প্রতি বিরূপ মনোভাব তৈরি করে। তাই মাত্রাতিরিক্ত বড় মেসেজ পাঠানো বাদ দিন। আপনি যদি মেসেজে কিংবা অন্যকোনো উপায়ে বার্তা পাঠানোর সময় দুর্বল ভাষা ব্যবহার করেন তাহলে তা সত্যিই অপর পক্ষের জন্য সন্দেহ সৃষ্টি করে। তাই দুর্বল ভাষা ও ভুল গ্রামার বাদ দিন। আপনি যদি প্রথমবার আলোচনার পরই তাকে কোথাও ‘হ্যাংআউট’-এর জন্য আমন্ত্রণ জানান তাহলে তা সন্দেহজনক। এ জন্য কিছুদিন সময় দেওয়া উচিত। এ ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হওয়াই বুদ্ধিমানের কাজ। অনলাইনে নানা আচরণ প্রায়ই অভদ্র হিসেবে বিবেচিত হয়। তাই আপনাকে যেন কেউ ‘অভদ্র’ মনে করতে না পারে সে জন্য সব সময়েই ভদ্র আচরণ করতে হবে। এতে অপর পক্ষও আপনার সঙ্গে ডেটিংয়ে আগ্রহী হবে।