এবিএনএ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। সোমবার সকাল ১০টা থেকে এ কর্মবিরতি পালন করছেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ড. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র। এভাবে একের পর এক শিক্ষক হত্যা করলে, মুক্তবুদ্ধি চর্চা বন্ধ হয়ে যাবে। প্রতিনিয়ত খুন হচ্ছে, অথচ এসবের সঠিক বিচার না হওয়ায় এসব হত্যাকাণ্ড দিন দিন বেড়ে চলেছে।
শিগগিরই যেন রেজাউল করিমসহ সকল গুপ্তহত্যার সুষ্ঠু বিচার করা হয়, সেজন্য সরকারের কাছে জোর দাবি জানায় শিক্ষক সমিতি।
ড. ফরিদ উদ্দিন আহমেদ জানান, আমদের কর্মবিরতি দুপুর ১টা পর্যন্ত চলবে। এ সময় সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।