আন্তর্জাতিক

মুর্শিদাবাদের প্রস্তাবিত বাবরি মসজিদে প্রথম জুমায় উপচে পড়া ভিড়

বেলডাঙায় নির্মাণাধীন মসজিদ প্রাঙ্গণে হাজারো মুসল্লির অংশগ্রহণ, নামাজ শেষে ছিল বিশাল খাবারের আয়োজন

এবিএনএ: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদের স্থানে শুক্রবার অনুষ্ঠিত হলো প্রথম জুমার নামাজ। দিনভর উৎসবমুখর পরিবেশে হাজারো মুসল্লি উপস্থিত হয়ে নামাজ আদায় করেন। নির্মাণাধীন মসজিদটি ঘিরে স্থানীয় এলাকায় বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়।

গত ৬ ডিসেম্বর—অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের তারিখে—তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতীকী এই দিনকে সামনে রেখে মসজিদ নির্মাণের সূচনাকে নতুন অর্থ দিতে চান তিনি।

শুক্রবার জুমার নামাজ উপলক্ষে ভোর থেকেই বেলডাঙার নির্ধারিত স্থানে মানুষের ঢল নামে। ধর্মপ্রাণ মুসলিমরা দলে দলে এসে নামাজে অংশ নেন।

নামাজ শেষে প্রায় হাজার মানুষের জন্য খাবারের বিশেষ আয়োজন করা হয়। রান্নায় দায়িত্বপ্রাপ্তরা জানান, দেড় কুইন্টাল চাল ও বিভিন্ন উপকরণ দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে, যা আগত মুসল্লিদের পরিবেশন করা হয়।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ঘটনার পর থেকে দিনটি ভারতের রাজনৈতিক-ধর্মীয় ইতিহাসে গভীরভাবে চিহ্নিত। সেই স্মরণীয় দিনটিকে সামনে রেখে মুর্শিদাবাদে নতুন এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় গুরুত্ব বেড়েছে আরও কয়েকগুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button