জাতীয়বাংলাদেশলিড নিউজ

রিজার্ভ চুরি ‘অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশ দেয়া হবে না?’

এবিএনএ : চুরি হয়ে যাওয়া বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হকের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।

রুলে অর্থসচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের আটশো কোটি টাকা চুরি যায়। পরে এই ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

আবেদনে রিটকারী অর্থ উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আদালতের প্রতি নির্দেশনা চান।

আজ আবেদন পক্ষে রিটকারী নিজেই শুনানি করেন। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজিলুর হোসেন কিউতি।

Share this content:

Related Articles

Back to top button