

এবিএনএ: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হওয়ার পর তার সিটি স্ক্যান সম্পন্ন করে জরুরি ভিত্তিতে মাথায় অস্ত্রোপচার শুরু করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক দল। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, রোগীকে আনা মাত্রই জরুরি পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে মাথায় জটিল আঘাত ধরা পড়ায় দ্রুত সার্জারি শুরু করা হয়েছে।
এর আগে দুপুরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রিকশায় থাকা ওসমান বিন হাদীকে লক্ষ্য করে গুলি চালায়। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী রিকশা করে যাওয়ার সময় কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেল আরোহীরা কাছে এসে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পেছনে কারা জড়িত, তা উদঘাটনে একাধিক পুলিশ টিম মাঠে নেমেছে।
হামলার খবর ছড়িয়ে পড়তেই ঢামেক হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুলাই অভ্যুত্থান আন্দোলনের অনেকে হাসপাতালে জড়ো হন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সেখানে গিয়ে অবস্থার খোঁজখবর নেন।
এদিকে হাসপাতালের সামনে সংগঠক ও সমর্থকরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।




