অস্থিরতার বাংলাদেশে গণতন্ত্রের আলোকবর্তিকা ছিলেন মওদুদ আহমদ: মির্জা ফখরুলের আবেগঘন স্মৃতিচারণ
ফখরুল বলেন, আজ আমরা গভীর অরাজকতার মধ্যে বাস করছি—এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখাতে পারতেন মওদুদ আহমদ


এবিএনএ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা এখন এমন এক অস্থিরতার মধ্যে বাস করছি, যেখানে মানুষের আশা ও গণতন্ত্রের পথ প্রায় অন্ধকারে ঢাকা।” তিনি জানান, এই অনিশ্চয়তার সময়টিতে যে ক’জন মানুষ দেশের জন্য সত্যিকারের দিকনির্দেশনা দিতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ ছিলেন অন্যতম। তাঁর কণ্ঠে দুঃখের সুর—“খুব আফসোস হয়, তিনি বর্তমান শাসনব্যবস্থার পতন দেখে যেতে পারেননি, যা তিনি জীবনের শেষ পর্যন্ত প্রত্যাশা করেছিলেন।”
মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “মওদুদ আহমদ শুধু একজন রাজনীতিবিদ নন, ছিলেন ইতিহাসের একজন গভীর পর্যবেক্ষক। আন্তরিকভাবে ইতিহাসচর্চা ও সত্যিকারের রাজনৈতিক মূল্যবোধ নিয়ে কাজ করেছেন। তিনি ছিলেন এক অনন্য প্রজ্ঞাবান ও বহুমাত্রিক গণতান্ত্রিক ব্যক্তিত্ব।”
স্মৃতিচারণ করতে গিয়ে ফখরুল বলেন, “২০১২ সালে আমরা ১৭ জন যখন প্রথমবারের মতো কারাবন্দি হলাম, তখন দেখলাম ব্যারিস্টার মওদুদ খুব দ্রুত ডিভিশন সেলের দিকে যাচ্ছেন। জানতে পারলাম, তিনি রুম নাম্বার ওয়ানে গিয়ে লিখতে বসবেন। কারাগারে তিনি ভোর থেকে রাত পর্যন্ত লিখতেন, শুধু খাবারের সময় একটু উঠতেন। তাঁর লেখালেখির প্রতি যে নিষ্ঠা ছিল, তা সত্যিই অনুকরণীয়।”
অনুষ্ঠানে বিএনপি নেতাসহ দেশের বিভিন্ন খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজীবী ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। তারা প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের অবদান, তাঁর রাজনৈতিক দর্শন ও সাহিত্যকর্ম নিয়ে কথা বলেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
Share this:
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp




