নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, চট্টগ্রামে বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা
প্রচারণা সংক্রান্ত অনিয়মে ভ্রাম্যমাণ আদালতের রায়ে অর্থদণ্ড পেলেন বিএনপি মনোনীত প্রার্থী


এবিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত প্রথম জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে। বিশাল গাড়িবহর নিয়ে নির্বাচনি এলাকায় পৌঁছার পর চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হলো। নির্বাচনী আচরণবিধি, ২০২৫ এর ২৭ ধারায় সম্ভাব্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে জরিমানা করা হয়েছে বলে জানান মং এছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলায় বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে এ জরিমানা করা হয়েছে। ওই উপজেলায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এ আদেশ দেন। গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি নাজমুল মোস্তফা আমিনকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে। নবাগত প্রার্থী হিসেবে তিনি প্রথমবারের মতো নির্বাচনের মাঠে এসেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, ‘তিনি (নাজমুল মোস্তফা আমিন) চট্টগ্রাম থেকে সাতকানিয়া উপজেলা হয়ে লোহাগাড়ায় বটতলী স্টেশন এলাকায় আমাদের উপজেলার সীমানায় পৌঁছার পর আমরা গাড়িবহরের গতিরোধ করি। তিনি নিজে একটি জিপে দাঁড়ানো অবস্থায় ছিলেন। শ’খানেক মোটর সাইকেল, জিপ, প্রাইভেট কারসহ আরও গাড়ি সামনে-পেছনে ছিল। তফসিল ঘোষণার পর এ ধরনের মোটর শোভাযাত্রা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। জরিমানার পাশাপাশি তাকে আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে। তিনি অবশ্য গাড়িবহর নিয়ে আর অগ্রসর হননি। পরে তিনি একটা মাহফিলে চলে যান।’
নেতাকর্মীদের নিয়ে নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রাম শহর থেকে গাড়ির বহর নিয়ে দোয়া মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় তার গাড়ির বহর বটতলী মোটর ষ্টেশনের সিটিজের পার্ক কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত আসনে প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী এলাকায় তার নির্বাচনী প্রচারণা চালালে ও আচরণ বিধি লংঘন সংক্রান্ত তেমন কোন কার্যক্রম পরিলক্ষিত হয়নি। চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত প্রথম কোনো ব্যবস্থা নেওয়া হল।
গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




