বাংলাদেশ
মোংলা বন্দরে উন্মুক্ত নৌবাহিনী ও কোস্টগার্ডের দুই যুদ্ধজাহাজ, দেখার ভিড়ে উৎসবমুখর পরিবেশ
সাধারণ মানুষের জন্য নির্দিষ্ট সময়ে জাহাজ পরিদর্শনের সুযোগ, সামুদ্রিক নিরাপত্তা সম্পর্কে জানার আগ্রহ


এবিএনএ,মোংলা : মহান বিজয় দিবস উপলক্ষে মোংলা বন্দরে জনসাধারনের জন্য উন্মক্ত রাখা হয় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ। কোস্টগার্ড পশ্চিজোনের সদর দপ্তর (মোংলায়) সংলগ্ন জেটিতে উন্মক্ত রাখা হয় বিসিজিএস কামরুজ্জামান। একই সময় নৌবাহিনীর দিগরাজ ঘাটিতে উন্মক্ত রাখা হয় বানৌজা আবু বকর।
মঙ্গলবার(১৬ ডিসেম্বার) বিকাল ৪টা পর্যন্ত জাহাজ দুটি জনসাধারনের জন্য উন্মক্ত থাকে। জাহাজ গুলো দেখতে দুপুরে বিভিন্ন শ্রেনী পেশার নানা বয়সের মানুষের ভিড় লক্ষ করা যায়।
এসময় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড এর কর্মকর্তারা উপস্থিত দর্শনার্থীদেরকে তাদের কর্মকান্ড ও জাহাজের বিভিন্ন যন্ত্রাংশের ব্যবহার সম্পর্কে অবহিত করেন।
এছাড়া বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সকল জাহাজ গুলোকে সাজানো হয়।




