রাজনীতি

ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও তামান্না নুসরাত বুবলী

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলের দুই সাবেক এমপি ও আরও ১১ নেতাকর্মীকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ডিবি।

এবিএনএ:  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ও তামান্না নুসরাত বুবলী। এ সময় তাঁদের সঙ্গে আরও ১১ জন নেতাকর্মীকেও আটক করা হয়েছে।

রোববার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তার হওয়া দুই সাবেক এমপির মধ্যে ফয়জুর রহমান বাদল ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবং তামান্না নুসরাত বুবলী ছিলেন সংরক্ষিত নারী আসন (৩২৪)-এর সংসদ সদস্য।

ডিএমপির মুখপাত্র জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

রাজনৈতিক মহলে এই গ্রেপ্তার নিয়ে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button