ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে যেতে প্রস্তুত জি-৭


এবিএনএ: রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদান চালিয়ে যেতে প্রস্তুত উন্নত দেশগুলোর জোট জি-৭। জার্মানিতে অনুষ্ঠিত সদস্য জোটের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। জোটের সদস্যরাষ্ট্র জার্মানি, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ক্যানাডা, ফ্রান্স, ইটালি, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
এর মধ্যে রয়েছে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেওয়া বা ধীরে ধীরে কমিয়ে আনা। এ বিষয়ে অবশ্য ইইরোপের দেশগুলোর আগামী সপ্তাহে চুক্তিতে পৌঁছার কথা রয়েছে। তবে রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি বন্ধ করার বিষয়ে দ্বিমত রয়েছে ইউরোপের দেশ হাঙ্গেরির। বৈঠকে সদস্যরাষ্ট্রগুলো যুদ্ধের কারণে বিশ্ব্যাপী সৃষ্ট হওয়া খাদ্য সংকট মোকাবিলায়ও একসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করে।