আন্তর্জাতিকলিড নিউজ

ফিলিপাইনে গির্জায় জোড়া বোমা হামলায় নিহত ২১

এবিএনএ: ফিলিপাইনে একটি গির্জায় জোড়া বোমা হামলায় অন্তত ২১ জন নিহত ও ৭১ জন আহত হয়েছে। রোববার সকালে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের জোলো দ্বীপের রোমান ক্যাথলিক ক্যাথেড্রালে এ হামলার ঘটনা ঘটে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, প্রথম বোমাটি বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে শুরু করলে গির্জার পার্কি লটে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে। হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যও রয়েছেন।

তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এই জোড়া বোমা হামলার দায় শিকার করেনি। এই হামলাকে ‘কাপুরুষোচিত কাজ’ হিসেবে আখ্যায়িত করেছেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা। একইসঙ্গে সন্ত্রাসবাদ যাতে কোনোভাবেই বিজয়ী হতে না পারে সেজন্য কর্তৃপক্ষের কাজে সহায়তা দিতে স্থানীয় জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ডেলফিন লরেঞ্জানা বলেন, ‘এই ঘটনার পেছনে থাকা সবাইকে বিচারের মুখোমুখি করতে আমরা আমাদের আইনের সর্বশক্তি নিয়োগ করবো।’ যে  জোলো দ্বীপে গির্জায় হামলার ঘটনা ঘটেছে সেই দ্বীপটি দীর্ঘদিন ধরেই ‘আবু সায়াফ’সহ ইসলামপন্থি বিভিন্ন গোষ্ঠীর শক্ত ঘাঁটি। আর যে গির্জায় হামলা হয়েছে সেখানে এর আগেও বোমা হামলা চালানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button