বিনোদনলিড নিউজ

প্রকাশ্যে স্ত্রীর ঠোঁটে চুমু খেয়ে আলোচনায় শহীদ কাপুর

এবিএনএ: বলিউডের সবচেয়ে রোমান্টিক জুটি কোনটি? বেশির ভাগই বলবেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত। অন্তত জনসমক্ষে তাদের কার্যকলাপ দেখে সেই রকমই মনে হয়। এবার দীপাবলিতে আবারও ভাইরাল হয়েছে এই জুটির ছবি। বোঝা গেল, বিয়ের তিন বছর পেরিয়েও এতটুকু ফিকে হয়নি প্রেম। প্রকাশ্যে স্ত্রীর ঠোঁটে চুমু খেয়ে আলোচনায় এসেছেন শহীদ-মীরা।

সম্প্রতি দীপাবলির শুভেচ্ছাবার্তা সহকারে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই দম্পতি। ছবিটি নিয়ে হইচই পড়ে গেছে চারি দিকে। এখানে দেখা যাচ্ছে, শাহিদ-মীরা পরস্পরকে চুমু খাচ্ছেন গভীর ভাবে। ছবির ক্যাপশানে লেখা, ‘শুধুই ভালবাসা, দীপাবলির শুভেচ্ছা।’ প্রসঙ্গত শাহিদ-মীরার পুত্রসন্তান জায়েন-এর জন্মের পরে এটাই এই দম্পতির প্রথম দীপাবলি। ছবিতে চুম্বনের গভীরতা দেখেই বোঝা যাচ্ছে, সন্তানের জন্মের পরেও এতটুকুও বদলায়নি এই দম্পতির নিজস্ব রসায়ন।

শুধু শাহিদ নন, তার গোটা পরিবারের সঙ্গেই মীরা একাত্মতা অনুভব করেন। নিজেদের ছবিটি পোস্ট করার কিছুক্ষণ পরে দেওর ঈশান খট্টরের সঙ্গেও একটি ছবি ইনস্টগ্রামে দিয়েছেন মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button