বাংলাদেশ
ত্রিপুরায় কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে


এবিএনএ : ভারতের ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৫৯টি আসনে ভোট হবে। এবারের নির্বাচনে লড়াইটা বামপন্থিদের সঙ্গে ডানপন্থিদের।রোববার সকাল সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরু থেকেই নির্বাচনকে ঘিরে বিজেপি তার সর্বশক্তি ব্যয় করেছে। আর তাইতো এর ফলাফলের আশায় গোটা দেশ তাকিয়ে আছে ত্রিপুরায়। ফলাফল ঘোষণা করা হবে আগামী ৩ মার্চ। এদিকে নির্বাচনকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবার তিন হাজার ১৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। যার মধ্যে ৪৭টি কেন্দ্র কেবল নারীদের দ্বারা পরিচালিত। নির্বাচনে লড়ছেন মোট ২৯২ জন প্রার্থী। যাদের মধ্যে ২৩জন নারী।বামপন্থি ও বিজেপি নেতৃত্বাধীন জোট সবগুলো আসনের জন্যই লড়ছেন। এ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় আছে আরও দুটি দল কংগ্রেস ও তৃণমূল।ত্রিপুরার নির্বাচনে নারী-পুরুষ বিশেষ করে তরুণ ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ত্রিপুরাতে ভোটার সংখ্যা প্রায় ২৬ লাখ। যার মধ্যে প্রায় অর্ধেকই নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১১জন। এবার প্রায় ৪৭ হাজার ৮০৩ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন।এদিকে একটি আসনের প্রার্থীর আকস্মিক মৃত্যু হওয়ায় ওই আসনে ভোটগ্রহণ হবে আগামী ১২ মার্চ। ফলাফল ঘোষণা হবে ১৫ মার্চ। গত বছর ত্রিপুরার নির্বাচনে ৯১ দশমিক ৮২ শতাংশ ভোট পড়েছিল।
Share this content: