বাংলাদেশরাজনীতিলিড নিউজ

জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির আট দিনের কর্মসূচি

এবিএনএ : দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচির মধ্যে রয়েছে, ১৮ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, ১৯ জানুয়ারি সকালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা।

এছাড়াও সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ ও পোস্টার ছাপানো এবং শীতবস্ত্র বিতরণ করা হবে। এছাড়া থাকবে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী, শ্রমিক দলের উদ্যোগে র‌্যালি, রচনা প্রতিযোগিতা, মহিলাদলের শীতবস্ত্র ও কাপড় বিতরণ, ড্যাবের ফ্রি মেডিকেল কর্মসূচি।সারাদেশের নেতাকর্মীদের যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করার নির্দেশ দিয়েছেন রিজভী আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button