বিনোদনলিড নিউজ

ছবিতে ঝড় তুলেছে ভোজপুরী নায়িকা

এবিএনএ: ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেই ঝড় তুলেছেন ভোজপুরী অভিনেত্রী মোনালিসা। সোমবার নিজের কয়েকটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় তার ছবি। হাতকাটা সালোয়ার স্যুটে মোনালিসার ‘লুক’ ঘুম হারাম হয়েছে অনেকের। একটি সিরিয়ালে এই লুকেই নাকি দেখা যাবে তাকে। সিরিয়ালের সেট থেকেই ছবিগুলি শেয়ার করেছেন তিনি। ছবির সঙ্গে ক্যাপশন হিসেবে মোনালিসা লেখেন, ‘আমি অনুভব করি, জীবনের সবথেকে সরল রূপ হল নিজের মতো থাকা।’ এরই মধ্যে ওই পোস্টে সত্তর হাজারেরও বেশি লাইক পড়ে গিয়েছে। কমেন্টও প্রায় নযশোর মতো। মোনালিসা ২০১১ সালে ভোজপুরী ছবিতে আত্মপ্রকাশ করেন। এর পর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। খুব দ্রুত তিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হয়ে ওঠেন। কেবল ভোজপুরীই নয়, বাংলা, তামিল, তেলুগু বা হিন্দি ছবিতেও কাজ করে সাফল্য পেয়েছেন তিনি। প্রসঙ্গত, বাংলা ওয়েব সিরিজে ‘ঝুমা বউদি’র চরিত্রে তাকে দারুণ পছন্দ করেছেন দর্শকরা।

Share this content:

Back to top button