চার দিনের সফরে উত্তরবঙ্গের ৯ জেলা: কোথায় কোথায় যাচ্ছেন বিএনপির তারেক রহমান?
১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শহীদদের কবর জিয়ারত ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


এবিএনএ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চার দিনের সফরে যাচ্ছেন। দলীয় সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি শুরু হয়ে এই সফর চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এ সময়ে তিনি উত্তরাঞ্চলের মোট নয়টি জেলা ঘুরে দেখবেন।
সফরসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তারেক রহমান টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন। ওইদিন বগুড়ায় অবস্থান শেষে পরদিন তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন।
এরপর ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করে আবার রংপুরে ফিরে রাত্রিযাপন করবেন। সফরের শেষদিন ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
এই সফরে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনের শহীদ ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দোয়া মাহফিলে অংশ নেবেন।
দলীয় সূত্র জানায়, সফরটি ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আওতায় আয়োজন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অনুরোধও জানানো হয়েছে।




