ট্রাম্প-পুতিন বৈঠক শিগগির, মধ্যপ্রাচ্যে হতে পারে মুখোমুখি আলোচনা
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা সম্ভব, পুতিনের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প; বৈঠকের স্থান হতে পারে সংযুক্ত আরব আমিরাত


এবিএনএ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন বলে জানিয়েছে রুশ প্রশাসন। এই উচ্চপর্যায়ের বৈঠকটি আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে এবং এটি আয়োজিত হতে পারে মধ্যপ্রাচ্যের কোনো বন্ধুত্বপূর্ণ দেশে, সম্ভাব্যভাবে সংযুক্ত আরব আমিরাতে।
ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, আলোচনার তারিখ ও সময় ঠিক হয়ে গেছে, তবে এখনই তা প্রকাশ করা হচ্ছে না। তিনি জানান, ইউক্রেন সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রস্তাবটি ‘গ্রহণযোগ্য’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রুশ টেলিভিশন চ্যানেল রাশিয়া টুডে জানিয়েছে, বৃহস্পতিবার মস্কো সফরে আসা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। সেখানে আমিরাতকে আলোচনার সম্ভাব্য আয়োজক হিসেবে বিবেচনা করার বিষয়টি সামনে আসে।
এদিকে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইউক্রেনে চলমান যুদ্ধে অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যে কৌশল প্রস্তাব করেছে, তা নিয়ে আলোচনার পথ উন্মুক্ত হচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।
ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে আলোচনা করতে তিনি সরাসরি বৈঠকে বসতে প্রস্তুত। ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ হলে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়ে সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি, যার মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার।
বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনার মধ্য দিয়ে বিশ্বে শান্তির নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে, যদি উভয় পক্ষ আন্তরিকভাবে সমঝোতায় পৌঁছাতে চায়।