আমেরিকা

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের উদ্যোগে তৈরি হচ্ছে সবচেয়ে বড় অভিবাসী আটক কেন্দ্র

টেক্সাসের সামরিক ঘাঁটিতে নির্মিত হবে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির অংশ হিসেবে ফেডারেল পর্যায়ের বিশাল আটক কেন্দ্র

এবিএনএ:  মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এরই ধারাবাহিকতায় এবার টেক্সাসে একটি সামরিক ঘাঁটিতে গড়ে তোলা হবে দেশের সবচেয়ে বড় ফেডারেল অভিবাসী আটক কেন্দ্র।

বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, ফোর্ট ব্লিস নামক সামরিক ঘাঁটিতে প্রাথমিকভাবে এক হাজার অভিবাসীকে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগটি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিবাসন নীতিরই অংশ।

পেন্টাগনের দেওয়া তথ্যমতে, অভিবাসীদের আটক করার জন্য সামরিক স্থাপনা ব্যবহার করার বিষয়টি এই প্রথম নয়, তবে এবার এটি আরও বৃহৎ আকারে বাস্তবায়নের দিকে যাচ্ছে।

ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হওয়ার পর থেকেই অবৈধ অভিবাসন প্রতিরোধে কঠোর নীতি গ্রহণ করেছেন। সীমান্তে নজরদারি জোরদার হয়েছে, অনেকে তাদের বৈধ অভিবাসন মর্যাদা হারিয়েছেন, এবং কিছু অভিবাসীকে গুয়ান্তানামো বে-তে স্থানান্তরও করা হয়েছে।

তবে পরিকল্পনার তুলনায় বাস্তবে পাঠানো ব্যক্তির সংখ্যা এখনো তুলনামূলকভাবে কম।

নতুন এই পরিকল্পনার মাধ্যমে অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর ও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। বিষয়টি নিয়ে মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button