দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৭০০, উদ্ধার অস্ত্র–গুলিসহ
ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১,৭০০ জন; অভিযান থেকে বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।


এবিএনএ: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পুলিশ। এ অভিযানে মোট এক হাজার ৭০০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্যে জানা যায়, গ্রেফতারদের মধ্যে ৯৮২ জন বিভিন্ন মামলা ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া অন্যান্য অপরাধসংক্রান্ত ঘটনায় আরও ৭১৮ জনকে আটক করা হয়েছে।
রবিবার এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, এই বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১২ বোর শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজ, পিস্তলের ৬ রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু, একটি বন্দুকের ব্যারেলের অংশ এবং একটি বন্দুকের বাট।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে এবং এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




