আন্তর্জাতিক

মক্কা–মদিনা মহাসড়কে ওমরাহযাত্রীদের বহনকারী বাসে ভয়াবহ দুর্ঘটনা: নিহত সংখ্যা বেড়ে ৪৫

ডিজেল ট্যাংকারের সঙ্গে বাসের সংঘর্ষে ঘটল সর্বনাশা দুর্ঘটনা; ভারতীয় যাত্রীদের বড় ধাক্কা, মাত্র একজন জীবিত

এবিএনএ: সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ওমরাহযাত্রীদের বহনকারী একটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। বাসটির সঙ্গে একটি ডিজেল ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বহু যাত্রী মারা যান। ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে পৌঁছেছে।

রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, হায়দরাবাদ শহরের পুলিশ কমিশনার ভি. সি. সাজ্জনার জানিয়েছেন, দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং ওই বাসে হায়দরাবাদের বহু নাগরিক ছিলেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, বাসটিতে মোট ৪৬ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে মাত্র একজন জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন।

এদিকে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে ভারতীয় পুলিশ জানায়, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা দিয়ে জানান, মদিনাগামী বাস দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, রিয়াদে ভারতীয় দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

মোদি তাঁর শোকবার্তায় আরও লিখেছেন, “মদিনার পথে ভারতীয় ওমরাহযাত্রীদের নিয়ে যাওয়া বাস দুর্ঘটনার খবর অত্যন্ত দুঃখজনক। পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button