বিনোদন

৮ ঘণ্টা কাজের দাবিতে দীপিকার পাশে এবার রুবিনা দিলাইক, বললেন—‘আমি চাই না কেউ অতিরিক্ত কাজ করুক’

দীর্ঘ সময় শুটিং নয়, স্বাস্থ্যসম্মত কর্মঘণ্টার পক্ষে বলিউড তারকাদের কণ্ঠ আরও জোরালো হচ্ছে; দীপিকার পাশে এবার রুবিনা দিলাইক

এবিএনএ:  বলিউডে কর্মঘণ্টা নির্ধারণ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। ৮ ঘণ্টার কাজকে ন্যায্য দাবি হিসেবে তুলে ধরেছেন একের পর এক তারকা। এবার দীপিকা পাড়ুকোনের পক্ষে মুখ খুললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও ‘বিগ বস ১৪’ বিজয়ী রুবিনা দিলাইক।

সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিনা বলেন, “শুরুর দিনগুলোতে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করেছি। কিন্তু আমি চাই না কেউ এমন শ্রমসাধ্য সময় পেরিয়ে যাক। একজন প্রযোজক হলে আমি নিশ্চিত করতাম—৮ ঘণ্টার মধ্যে কাজ শেষ হয়।”

তিনি আরও বলেন, “কম সময়ে কাজ করলে মান ভালো হয়, মানসিক চাপও কমে। যদিও কিছু পেশায়—যেমন পুলিশ বা চিকিৎসা পেশায় দীর্ঘ সময় কাজ করতেই হয়, কিন্তু অভিনয় জগতে তা বাধ্যতামূলক হওয়া উচিত নয়।”

রুবিনা স্পষ্ট করে বলেন, “যদি কেউ ইচ্ছায় অতিরিক্ত কাজ করেন, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু সেই সময়ের জন্য যদি অর্থ না দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই অনৈতিক।”

এই আলোচনার সূত্রপাত হয় যখন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ‘স্পিরিট’ সিনেমা থেকে বেরিয়ে আসেন। দীপিকার দাবি ছিল, তিনি দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করতে চান না। পরিচালকের আপত্তিতে তিনি প্রজেক্ট ত্যাগ করেন।

এর আগেও অভিনেত্রী কাজল, রানি মুখার্জি এবং নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রা দীপিকার পক্ষে কথা বলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো রুবিনার নামও।

তবে ভিন্ন সুরে কথা বলেন দক্ষিণ ভারতীয় তারকা রাশমিকা মান্দানা। তিনি বলেন, “৮ না, সিনেমার প্রয়োজনে আমি ১২ ঘণ্টাও কাজ করতে রাজি।” রাশমিকার এমন মন্তব্যে বলিউডে নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে।

একদিকে যখন স্বাস্থ্যবান কর্মপরিবেশের পক্ষে কণ্ঠ জোরালো হচ্ছে, অন্যদিকে বলিউডের পুরোনো কাজের ধারা নিয়েও প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button