প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারের উদ্যোগ: কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টার ঘোষণা
প্রবাসীদের ন্যায্য দাবিতে দ্রুত পদক্ষেপ ও ভোটের সুযোগ নিশ্চিতের আশ্বাস দিলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস


এবিএনএ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত সভায় তিনি প্রবাসীদের অর্থনীতিতে অবদানের প্রশংসা করে বলেন, “আপনাদের শ্রম ও রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তি দিয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবাসীদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেছি, আপনাদের সমস্যাগুলো শুনেছি এবং সমাধানে কাজ করছি।”
পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারি সেবা প্রবাসীদের হাতে পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে নতুন উদ্যোগ চালু হচ্ছে। পাশাপাশি একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিরা এক প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশনের সঙ্গে কথা হয়েছে, তারা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রস্তুতি নিচ্ছেন। আশা করছি, এ নির্বাচনে আপনাদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি হবে।”
সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, দূতাবাসে জনবল বৃদ্ধি, গ্র্যাজুয়েট প্লাস ভিসা, অনিয়মিত প্রবাসীদের নিয়মিতকরণ এবং বাণিজ্য-শিল্প ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
অনুষ্ঠানে বিভিন্ন পেশা ও শ্রেণির প্রবাসীরা অংশ নেন এবং সরাসরি তাদের সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।