চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলা: দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদ উল্লাহ—দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান দলের মহাসচিবের


এবিএনএ: চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগ চলাকালীন দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। বুধবার বিকেলে নগরীর হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, এ সময় আরও একজন যুবকও গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, “নির্বাচনের আগে প্রার্থীর ওপর এই ধরনের হামলা গণতন্ত্রকে রুদ্ধ করার অপচেষ্টা।” তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
বুধবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোনয়ন পাওয়ার পর থেকে এরশাদ উল্লাহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। ঘটনার সময় তিনি সমর্থকদের সঙ্গে গণসংযোগে ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম জানান, “আমরা হামলার খবর পেয়েছি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
উল্লেখ্য, গত সোমবার বিকেলে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষণার মাত্র দুই দিন পরই তার ওপর এই হামলার ঘটনা ঘটল, যা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে।




