মিরপুরে যুবদল নেতা কিবরিয়াকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে খুঁজছে পুলিশ
পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে দোকানে ঢুকে গুলি করল দুর্বৃত্তরা; তদন্তে নেমেছে পুলিশ, একজন আটক


এবিএনএ: রাজধানীর মিরপুরে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় মিরপুর ১২ নম্বরের সি ব্লকের বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে করে তিনজন অস্ত্রধারী এসে দোকানের ভেতরে ঢুকে মাথা, বুক ও পিঠে টার্গেট করে গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় কিবরিয়াকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, নিহত কিবরিয়া যুবদলের স্থানীয় নেতা ছিলেন। কারা এই হত্যাকাণ্ডে জড়িত ও কেন তাকে টার্গেট করা হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, প্রাথমিক পর্যায়ে একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি আশপাশের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।




