

এবিএনএ: রাজধানীর কুড়িল বিশ্বরোডের কুড়াতলা বাজার বালুর মাঠের কাছে একটি রিকশা গ্যারেজে হঠাৎ দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটের দিকে গ্যারেজে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি জানান, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। হতাহতের কোনো খবরও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা অব্যাহত রয়েছে।




