কারওয়ান বাজারে পরপর ককটেল বিস্ফোরণ: থানার সীমা নিয়ে তেজগাঁও-কলাবাগানের বিরোধ
রাজধানীতে দুই থানার সীমা নির্ধারণের জটিলতায় তদন্তে ধোঁয়াশা, ককটেল বিস্ফোরণে কেউ আহত না হলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।


এবিএনএ: রাজধানীর ব্যস্ত কারওয়ান বাজার মোড়ে রবিবার রাত সাড়ে ৭টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে কেউ আহত না হলেও ঘটনাস্থল কোন থানার অধীনে—এ নিয়ে তেজগাঁও ও কলাবাগান থানার মধ্যে ধোঁয়াশা তৈরি হয়, যা তদন্তে দেরি ঘটায়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, বিস্ফোরণের স্থান তাদের অধিক্ষেত্রে পড়ে না; এটি তেজগাঁও থানার এলাকার ভেতরেই। অপরদিকে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল দাবি করেন, ঘটনাস্থল তাদের থানার এলাকার সীমানার মধ্যেও নেই। দুই পক্ষের এমন অবস্থানের ফলে ঘটনার প্রাথমিক তদন্ত তাৎক্ষণিকভাবে এগোয়নি।
এদিকে আগামীকাল সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারিক রায়কে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে নিষিদ্ধ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা বাড়তে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।
সাম্প্রতিক এসব ঘটনার প্রেক্ষিতে কারওয়ান বাজারের বিস্ফোরণটি নিয়ে রাজধানীতে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।




