ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের স্পষ্ট বার্তা: হল ছাড়বো না, আন্দোলন চালিয়ে যাব
প্রশাসনের একতরফা সিদ্ধান্ত মানছেন না ঢামেক শিক্ষার্থীরা, বললেন— দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হলও ছাড়ছি না


এবিএনএ: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে হল ছাড়ছেন না শিক্ষার্থীরা। শনিবার কলেজ প্রশাসনের নির্দেশনার পরও তারা জানান, এই সিদ্ধান্তকে তাঁরা একতরফা ও অযৌক্তিক মনে করছেন এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শিক্ষার্থীরা বলছেন, হল ত্যাগের নির্দেশ মানা হবে না এবং আন্দোলন কোনো অবস্থাতেই থামবে না। শনিবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, প্রশাসন কোনো আলোচনায় না গিয়ে কেবল দমনমূলক পদক্ষেপ নিচ্ছে, যা ছাত্রদের জীবন ও শিক্ষাকে হুমকির মুখে ফেলেছে।
শিক্ষার্থী তৌহিদুল আবেদীন তানভীর বলেন, “প্রশাসন আমাদের কোনো বিকল্প আবাসনের ব্যবস্থা না করেই পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে থাকতে বাধ্য করেছে। আমরা জীবন ঝুঁকিতে পড়েছি অথচ কর্তৃপক্ষ দাবি দমনে ব্যস্ত। এই সিদ্ধান্ত অমানবিক এবং আমরা তা মানব না।”
তিনি আরও বলেন, “আমরা অহিংস ও নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ বেছে নিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা হলে অবস্থান করব।”
এর আগে সকাল থেকেই শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল এবং প্ল্যাকার্ড হাতে আন্দোলন চালিয়ে যান। বিকালে এক বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ ২২ জুন দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়।
📌 শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি:
-
দ্রুত নতুন ছাত্র ও ছাত্রীনিবাস নির্মাণের বাজেট অনুমোদন।
-
নতুন ভবন চালু না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের সুস্পষ্ট পরিকল্পনা।
-
একাডেমিক ভবনের বাজেট দ্রুত পাস ও অনুমোদন।
-
প্রতিটি প্রকল্পের জন্য আলাদা বাজেট ও বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ।
-
কলেজ পরিচালনা ও সংস্কার পরিকল্পনায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
এই পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়েছেন, কোনো চাপ বা হুমকিতে তারা আন্দোলন থেকে সরে আসবেন না। তাদের বক্তব্য, ‘আমাদের নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।’