বাংলাদেশ

ডেঙ্গুতে মৃত্যুর মর্মান্তিক ধারা অব্যাহত, এক দিনে প্রাণ হারাল আরও ৮ জন

২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৭৭৮ রোগী, ছাড়পত্র পেয়েছেন ১,১১১ জন

এবিএনএ:  বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ কমার পরিবর্তে নতুন করে থাবা বসাচ্ছে মানুষের জীবনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন নতুন করে ৭৭৮ জন রোগী।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত রিপোর্টে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রোগী সংখ্যা ১২৯ এবং দক্ষিণ সিটিতে ভর্তি হয় ৮১ জন। ঢাকার বাইরে বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ১৩৪, খুলনায় ১১২, বরিশালে ৮৩, রাজশাহীতে ৪৮, ময়মনসিংহে ৪৪, রংপুরে ১৯ এবং সিলেটে ৭ জন ভর্তি হয়েছে।

একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১,১১১ জন রোগী। চলতি বছরে এ পর্যন্ত মোট ৮৭ হাজার ৪৪২ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ২৬৪ জনে। এর মধ্যে পুরুষ রোগী ৬২.০৩ শতাংশ এবং নারী রোগী ৩৭.০৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৬৪ জনের। গত বছর অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজারের বেশি মানুষ, আর মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। সতর্কতা, সচেতনতা এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণই হতে পারে ডেঙ্গু মোকাবিলার গুরুত্বপূর্ণ উপায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button