রাজনীতি

ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা ও যৌক্তিক দাবি বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের

ইসলাম ও মুসলমানের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি, আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

এবিএনএ: বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনে করেন, সমাজের নৈতিকতা ও আধ্যাত্মিক উন্নয়নে ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাদের যৌক্তিক দাবি আদায় করতেই হবে।

রবিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, ইমাম-মুয়াজ্জিনদের উন্নয়ন ছাড়া টেকসই সমাজ ব্যবস্থা ও মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয়।

তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক স্বার্থে ইসলামের অপব্যাখ্যা সমাজে বিভেদ তৈরি করতে পারে। ইসলামিক স্কলারদের মধ্যে মতবিরোধ হলেও তা যেন ফিতনার সৃষ্টি না করে, সেদিকে সতর্ক থাকতে হবে। দেশের ধর্মীয় স্থিতিশীলতা রক্ষায় আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ইসলাম ও মুসলমানের স্বার্থবিরোধী যেকোনো অপতৎপরতা রোধে বিএনপি বরাবরই দৃঢ় ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। আগামী নির্বাচনে একটি ন্যায়-ভিত্তিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ সমর্থন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান আরও দৃঢ়ভাবে জানান, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-খতিবদের সম্মানী ভাতা এবং তাদের ন্যায্য ও যৌক্তিক দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button