সাগরিকা-মুন্নির দুরন্ত পারফরম্যান্সে লাওসকে হারিয়ে এএফসি বাছাইয়ে বাংলাদেশের জয়যাত্রা শুরু
সাগরিকার জোড়া গোল আর মুন্নির নিখুঁত শটে লাওসকে ৩-১ ব্যবধানে হারিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত সূচনা করলো লাল-সবুজের মেয়েরা


এবিএনএ: ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় ইতিহাস গড়ল লাল-সবুজের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ।
প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচের ৩৬তম মিনিটে শান্তি মার্ডির নেওয়া কর্নার থেকে হেডে জাল খুঁজে পান মোসাম্মত সাগরিকা।
দ্বিতীয়ার্ধে আরও গতি আনে বাংলাদেশের মেয়েরা। ৫৮ মিনিটে তৃষ্ণার দুর্দান্ত থ্রু পাস থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন মুন্নি আক্তার। যদিও ৮৭তম মিনিটে আন্না কিউ অনসির গোলে লাওস একটি গোল পরিশোধ করে, তাতে জয় থামেনি বাংলাদেশের।
যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে ম্যাচের সেরা পারফরমার হিসেবে আবির্ভূত হন সাগরিকা।
এই জয়ের ফলে গ্রুপে আত্মবিশ্বাসের দারুণ জোয়ারে ভাসছে বাংলাদেশ। গ্রুপের দ্বিতীয় ম্যাচে শুক্রবার তারা মাঠে নামবে তিমুর লেস্তের বিপক্ষে। এরপর ১০ আগস্ট প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া।
এ ম্যাচে গোলরক্ষক স্বর্ণা রানী মন্ডলের দৃঢ় উপস্থিতি এবং ডিফেন্ডারদের দৃঢ়তা ছিল চোখে পড়ার মতো। পুরো দলজুড়ে ছিল অনুশীলনের প্রতিফলন।
বাংলাদেশ নারী ফুটবলে এই জয় শুধু একটি ম্যাচ নয়—এটি এগিয়ে যাওয়ার আরেকটি প্রেরণা।