খেলাধুলা

বাংলাদেশ দলে নেতৃত্বের নতুন কাঠামো: তিন ফরম্যাটে তিন সহঅধিনায়ক, বিসিবির চমকপ্রদ ঘোষণা

টেস্টে মিরাজ, ওয়ানডেতে শান্ত ও টি–২০ দলে লিটনের ডেপুটি সাইফ হাসান—বিসিবির নেতৃত্ব বিন্যাসে নতুন রূপ

এবিএনএ: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নেতৃত্বের নতুন কাঠামো ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগেই তিন ফরম্যাটের জন্য তিনজন অধিনায়ক ঠিক করা হয়েছিল। এবার সেই নেতৃত্বকে আরও দৃঢ় করতে প্রতিটি ফরম্যাটে আলাদা সহঅধিনায়কের নাম ঘোষণা করেছে বোর্ড।

টেস্ট দলে সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। তরুণ এই অলরাউন্ডার দীর্ঘদিন ধরেই দলের অন্যতম ভরসার নাম। সম্প্রতি শান্তকে টেস্ট অধিনায়ক হিসেবে পুনর্বহাল করার পর মিরাজকে তার সহকারী হিসেবে মনোনীত করা হয়েছে। ২০২৭ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র পর্যন্ত তারা একসঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাবেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে শ্রীলঙ্কা সফর ছিল সফল। সেই ধারাবাহিকতায় তার ডেপুটি হিসেবে হয়েছেন নেতৃত্ব হারানো নাজমুল হোসেন শান্ত। শান্তকে এবার ওয়ানডের সহঅধিনায়ক হিসেবে নতুন ভুমিকায় দেখা যাবে।

অন্যদিকে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি–২০ বিশ্বকাপ পর্যন্ত টি–২০ দলের অধিনায়ক থাকবেন লিটন দাস। তাকে সহায়তা করতে সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলোচিত তরুণ ব্যাটার সাইফ হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–২০ সিরিজে দারুণ পারফরম্যান্সের পর ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে তারকা হয়ে ওঠেন সাইফ। এবার পেয়েছেন বড় দায়িত্ব।

বিসিবি মনে করছে, নতুন এই নেতৃত্ব কাঠামো তরুণদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ যেমন দেবে, তেমনি ভবিষ্যতের নেতৃত্ব প্রস্তুত করতেও সহায়ক হবে। দেশের ক্রিকেটে নেতৃত্বের স্থিতিশীলতা তৈরিতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ক্রিকেটপ্রেমীদের আশাবাদ, নতুন এই নেতৃত্ব বিন্যাস বাংলাদেশ দলের পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button