সেন্ট্রাল রোডে উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
রাত ৯টার দিকে দুই দুর্বৃত্ত এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়—সিসিটিভিতে ধরা পড়েছে পুরো ঘটনা; তদন্তে নেমেছে পুলিশ।


এবিএনএ: রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে রবিবার রাত ৯টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। আকস্মিক এই ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও কেউ হতাহত হয়নি।
রিজওয়ানা হাসান জানান, বাসার সামনে প্রচণ্ড শব্দ শুনে বাইরে এসে তিনি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হন। বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুইজন অজ্ঞাত ব্যক্তি দ্রুত এসে দুটি ককটেল নিক্ষেপ করে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরাও একই তথ্য দিয়েছেন। তারা বলেন, দুর্বৃত্ত দুইজনের তৎপরতা এতটাই দ্রুত ছিল যে ঘটনাস্থলে থাকা মানুষরা কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ ঘটে যায়। শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কর্মকর্তারা জানান, বিস্ফোরণের উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে।
এর আগেই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুই দফায় ককটেল বিস্ফোরণ ঘটে। সেখানেও কেউ আহত হয়নি, তবে শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।




