জাতীয়লিড নিউজ

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ঘোষণা প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকার রমজানের আগেই নির্বাচন চায়, নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত

এবিএনএ: জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে চায় সরকার। এই লক্ষ্যে শিগগিরই নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হবে যাতে রমজান শুরু হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এই ভাষণে তিনি বলেন, “আমাদের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের উপযুক্ত পরিবেশ তৈরি করা। সেই লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি।”

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন যেন নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়—তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহযোগিতা করবে। তিনি বলেন, “আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন এই নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয় এবং জনগণ নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারে।”

ভবিষ্যতের নির্বাচনকে ঘিরে তিনি দেশের নাগরিকদের অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে জানান, আগামীকাল থেকেই মানসিক ও প্রশাসনিক প্রস্তুতি শুরু হবে যাতে এই নির্বাচন দেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকে।

তিনি আরও বলেন, “ভোটার উপস্থিতি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ যেন এই নির্বাচনের বৈশিষ্ট্য হয়, সেটিই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button