রাজনীতি

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস সামনে রেখে বিএনপির দুইদিনের বিশেষ কর্মসূচি ঘোষণা

১৪ ও ১৬ ডিসেম্বর বিভিন্ন স্থানে শ্রদ্ধা, আলোচনা সভা ও দলীয় কর্মসূচি পালন করবে বিএনপি

এবিএনএ: শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুইদিনব্যাপী কর্মসূচি প্রকাশ করেছে। জাতীয় ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ দিনকে স্মরণে রাখতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান ও বিজয়ের চেতনাকে ধারণ করে দলীয়ভাবে বিভিন্ন আয়োজনে অংশ নেবে বিএনপি।

১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি

ঘোষণা অনুযায়ী, ১৪ ডিসেম্বর সকাল ৯টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। একইদিন বিকেল আড়াইটায় অনুষ্ঠিত হবে একটি আলোচনা সভা, যেখানে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ, ত্যাগ ও অবদান নিয়ে বক্তব্য রাখবেন দলীয় নেতারা।

১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবসের কর্মসূচি

বিজয় দিবসের প্রথম প্রহরে, সকাল ৭টার মধ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করবে বিএনপি। এরপর সকাল ৯টায় চন্দ্রিমা উদ্যানস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে কর্মসূচি শেষ করবে।

বিএনপি জানিয়েছে, দেশের স্বাধীনতা, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং বুদ্ধিজীবীদের স্মৃতিকে আরো গভীরভাবে স্মরণ করতেই এ আয়োজনগুলো করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button