খেলাধুলা

২৫ অপরাধীকে মুক্ত করলেন আফ্রিদি

এবিএনএ : দুবাইয়ে কারাবন্দি থাকা ২৫ জন পাকিস্তানিকে মুক্ত করতে ২১ হাজার মার্কিন ডলার খরচ করছেন দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

মানবিকতার কারণেই তিনি এই টাকা দিতে রাজি হয়েছেন বলেও দাবি করেন তিনি। দুবাই পুলিশ সূত্রে জানা যায়, ছোটখাটো অপরাধের কারণেই ওই ২৫ জন পাকিস্তানি দুবাইয়ে জেল খাটছেন। চেক বাউন্সের কারণেই তাদের জেলে যেতে হয়েছে। জেনারেল ডিরেক্টরেট অফ হিউম্যান রাইটসের ডিরেক্টর জেনারেল মহম্মদ আল মুর জানিয়েছেন, শহীদ আফ্রিদি এটা শোনার পরেই তার দেশের নাগরিক ওই ২৫ জনকে ছাড়াতে উদ্যোগী হন। এ জন্য আর্থিক জরিমানার ৮০ হাজার দিরহাম (২১ হাজার মার্কিন ডলার) তিনি নিজের পকেট থেকেই দিচ্ছেন।

দুবাই পুলিশ জানিয়েছে, আরও অনেক পাকিস্তানি নানা অপরাধে জেল খাটছেন। তাদের ছাড়াতে পরবর্তী সময়ে আফ্রিদি আরও ২ লাখ দিরহাম দেবেন। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, আশাকরি জেলবন্দি ওই ২৫ পাকিস্তানি দেশে ফিরে নতুন জীবন শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button