

এবিএনএ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ইউনেসকোর স্বীকৃতি উদযাপন করতে শনিবার বিকেলে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশের জন্য ব্যানার নাগরিক কমিটির হলেও মূল পরিকল্পনায় আওয়ামী লীগের প্রচার উপকমিটি। সমাবেশে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়নের কথা তুলে ধরা হবে।
‘সাংস্কৃতিক কূটনীতিতে জোর দিতে হবে’
প্রধানমন্ত্রী ছাড়াও সমাবেশে বক্তৃতা করবেন পাঁচ বিশিষ্ট নাগরিক। সমাবেশে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে ইউনেসকোর প্রতিনিধির হাতে একটি ধন্যবাদ স্মারকও তুলে দেওয়া হবে। এ আয়োজনে বক্তব্যের ফাঁকে-ফাঁকে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। নাগরিক সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর বৈঠক ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ নেতারা কয়েকটি বর্ধিত সভা করেছেন। দলের সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও কর্মিসভা ও প্রস্তুতি সভা করেছে।
অনুষ্ঠান শুরুর আগে কর্মসূচিস্থলে বিশাল ময়লার স্তূপ
গত কয়েকদিন থেকে এ সমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে। নৌকার আকৃতিতে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে। এরই মধ্যে দূর থেকে আওয়ামী লীগের কর্মী, সমর্থক ও নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণকে গত ৩০ অক্টোবর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণকে গত ৩০ অক্টোবর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি উদযাপনের কর্মসূচির আওতায় সভাবেশটি অনুষ্ঠিত যাচ্ছে।