আন্তর্জাতিক
		
	
	
সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ১৬


এবিএনএ : সিরিয়ার আলেপ্পো শহরে একটি হাসপাতালের নিকট চালানো সরকারি বাহিনীর বিমান হামলায় ১৬ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা। এই ঘটনায় ২০ জন আহত হয়।
শহরটির আল-কুদাস হাসপাতালের কাছে বিমান হামলা চালানো হলে বেসামরিক মানুষের পাশাপাশি হাসপাতলটির বেশ কয়েকজন স্টাফও মারা যায় বলে জানায় আল-জাজিরা। এদিকে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নামক সংগঠন এএফপিকে জানায়, এই ঘটনায় শিশু ও নারীর মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজন মারা গেছে তা নিশ্চিত করেনি সংগঠনটি।
আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, বুধবার সন্ধ্যায় চালানো বিমান হামলায় হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ড. ওয়াশিম মাজসহ বেশ কয়েকজন স্টাফ এবং আরো কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন। ওয়াশিম ওই বিদ্রোহী এলাকার একমাত্র শিশু বিশেষজ্ঞ ছিলেন।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
 
				 
					



