আন্তর্জাতিক

সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত

এ বি এন এ : পাকিস্তানের ইসলামাবাদে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় ১৯তম সার্ক সম্মেলন হচ্ছে না। খবর কাঠমান্ডু পোস্টের।

নেপাল সার্কের প্রধানের দায়িত্ব পালন করছে। গতকাল মঙ্গলবার ‘বিদ্যমান পরিস্থিতি’র কারণে সার্ক সম্মেলনে যেতে অসম্মতি জানায় ভারত। এরপর বাংলাদেশ, আফগানিস্তান, ভুটানও এ সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সার্ক সম্মেলন বাতিল করার সিদ্ধান্ত নেন এর বর্তমান চেয়ারম্যান।

সম্মেলন স্থগিত করার কারণ হিসেবে বলা হয়েছে, সার্কভুক্ত যেকোনো একটি দেশ যদি সম্মেলন বয়কট করে তবে স্বাভাবিকভাবেই সম্মেলনটি স্থগিত ঘোষণা করা হবে।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালকে জানায়, তারা এ সম্মেলনে যোগ দিচ্ছে না। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর কাশ্মিরের উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button