জাতীয়বাংলাদেশলিড নিউজ

সংসদে অর্থমন্ত্রী

এবিএনএ : বাজেট পেশের আগে হঠাৎ অসুস্থ হওয়ায় বিভিন্ন জল্পনা-কল্পনা হলেও সংসদের বৈঠকে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেন তিনি। বিকেল সোয়া ৫টায় স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব হয়।

আগামীকাল বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট সংসদে পেশ করা হবে। মঙ্গলবার অর্থমন্ত্রী অসুস্থ বোধ করায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চেকআপের জন্য যান। তার অসুস্থতার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে বাজেট উপস্থাপন নিয়ে একধরনের শঙ্কা তৈরি হয়। তবে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম জানান, শারীরিকভাবে অর্থমন্ত্রী এখন পুরোপুরি সুস্থ। নিয়মিত চেকআপের জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন তিনি। চেকআপ শেষে হাসপাতাল থেকে মঙ্গলবার রাতেই বাসায় ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button