

এবিএনএ : নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) ইতনা ইউনিয়ন শাখার ৭ নেতা কর্মী পদত্যাগ করেছেন। জানা গেছে, উপজেলার ইতনা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে শ.ম. কামাল হোসেন, মৃত শেখ আবুল হোসেনের ছেলে শেখ ইব্রাহীম হোসেন, মৃত ইউছুপ শেখের ছেলে শেখ মোঃ আলমগীর, শেখ আবুল হোসেনের ছেলে শেখ আকরামুজ্জামান ও শেখ কামাল হোসেন, ছালাম ফকিরের ছেলে রমজান ফকির এবং ছিদ্দিক মোল্যার ছেলে হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন অঙ্গসংঠনে ভিন্ন ভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া স্থানীয় সাংবাদিক ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পদত্যাগকারী নেতা কর্মীরা লিখিত বক্তব্য পাঠ করে বলেন, “আমরা পারিবারিক ব্যস্ততার কারণে স্ব স্ব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি এবং দলীয় ব্যাপারে আমাদের সাথে কাউকে যোগাযোগ না করবার জন্য অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে আলমগীর, আকরামুজ্জামান ও কামাল হোসেন বলেন, আমরা কোন দলের সাথে নেই। স্থানীয় কিছু ব্যক্তি আমাদেরকে ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি করার চেষ্টায় লিপ্ত আছে।