বিনোদনলিড নিউজ

‘লেডি সিংঘম’ হয়ে আসছেন দীপিকা

এবিএনএ: ২০১১ সালে মুক্তি পেয়েছিল ছবি সিংঘম। রোহিত শেট্টি পরিচালিত এই ছবি ঘিরে প্রথম থেকেই ভক্তমনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। অজয় দেবগণ অভিনীত এই চরিত্রের দাপট পর্দায় ছিল দীর্ঘদিন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই পুলিশ সিরিজে এসেছে বহু নতুন নাম। রণবীর সিং থেকে শুরু করে অক্ষয় কুমার। তবে সিংঘম তকমা অজয় দেবগণের জন্যই সযত্নে তোলা। প্রতিটা ছবিতে তার উপস্থিতি বর্তমান। এবার ‘লেডি সিংঘম’ হয়ে আসছেন দীপিকা পাড়ুকোন।

Back to top button