

এবিএনএ : হারিকেন হার্ভের প্রভাবে ভয়াবহ বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের একটি কেমিক্যাল প্লান্টে বিস্ফোরণের আশংকা করা হচ্ছে।
আর্কিমা নামের ওই কেমিক্যাল প্লান্টের শিতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এরইমধ্যে নষ্ট হয়ে গেছে। প্লান্টটি ঠাণ্ডা রাখা প্রয়োজন। ওই কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণের হাত থেকে ওই প্লান্টকে বাঁচানোর আর কোনো উপায় নেই। দুই-একদিনের মধ্যেই বিস্ফোরণ অথবা প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে। গত শুক্রবার থেকে ওই প্লান্টের উৎপাদন বন্ধ রয়েছে বলে কোম্পানি থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে হার্ভের প্রভাবে সৃষ্ট বন্যায় এরইমধ্যে হিউস্টোনে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন।