আমেরিকালিড নিউজ

স্কটল্যান্ড পৌঁছেছেন ট্রাম্প, প্রতিবাদ

এবিএনএ : ব্যক্তিগত সফরে স্কটল্যান্ড পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সফরের প্রতিবাদে হাজার হাজার মানুষ দেশটির রাস্তায় জড়ো হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটে প্রেস্টউইক বিমানবন্দর পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে তিনি স্কটল্যান্ড যান। ডোনাল্ড ট্রাম্পের মা জন্মসূত্রে স্কটিশ ছিলেন। স্টকল্যান্ডের আয়ারশায়ারে টার্নবেরি গলফ রিসোর্টে শনিবার পর্যন্ত অবস্থান করবেন ট্রাম্প। ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোর জর্জ স্কয়ারে জড়ো হয়ে প্রতিবাদ করেছেন হাজারো মানুষ। টার্নবেরিতে ট্রাম্প পৌঁছানোর কিছুক্ষণ পর সেখানে একটি বড় প্যারাসুট ব্যানার ওড়ানো হয় তাতে লেখা আছে ‘ট্রাম্প : গড়পরতার চেয়েও খারাপ’। ‘দ্য স্কটল্যান্ড ইউনাইটেড আগেইনস্ট ট্রাম্প’ নামের একটি গ্রুপ জানিয়েছে, তাদের ধারণা, গ্লাসগোতে প্রতিবাদে তারা প্রায় তিন হাজার লোককে একত্রিত করতে সক্ষম হয়েছেন। তাদের প্রধান উদ্দেশ্য ছিল, স্কটল্যান্ডের মানুষ যে ট্রাম্পকে অপছন্দ করে তা জানিয়ে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button