বাংলাদেশ

ডিএমপি বলছে ‘বিশেষ সতর্কতা’ শুধু ধারণার ভিত্তিতে, নিশ্চিত গোয়েন্দা তথ্য নয়

রাজনৈতিক অস্থিরতার শঙ্কায় ৮ আগস্ট পর্যন্ত দেশজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, গোয়েন্দা তথ্য নয় বরং পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ বলছে ডিএমপি

এবিএনএ: রাজধানীসহ সারাদেশে এই ‘বিশেষ সতর্কতা’ কার্যকর থাকবে ৮ আগস্ট পর্যন্ত। নজরুল ইসলাম বলেন, ‘‘রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে—এমন শঙ্কা থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে রাজধানীতে বিশেষ অভিযানও চলবে।’’

তিনি যোগ করেন, ‘‘নির্দিষ্টভাবে বলা যায় না, কোন এলাকায় হামলা হতে পারে। কিন্তু কোনো এলাকাকে লক্ষ্য করে কিছু বলা হলে, সেখানে গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেওয়া হয়।’’


📱 সামাজিক যোগাযোগ মাধ্যমেও নজরদারি

গত এক বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যম—ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন উসকানিমূলক তৎপরতা দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। নজরুল ইসলাম বলেন, “এসব কর্মকাণ্ড আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। কিছু রাজনৈতিক দল হরতালের ডাক দিলেও বাস্তবে তার প্রভাব তেমন দেখা যায়নি। বরং ওইসব দিনে রাজধানীতে যানজট ছিল আরও বেশি।”


📆 রাজনৈতিক কর্মসূচি ও তথ্যের অভাব

জুলাই মাসজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বর্ষপূর্তিকে কেন্দ্র করে কর্মসূচির ঘোষণা দিলেও, বিগত সরকারের নেতাকর্মীরা মাঠে নামবেন কি না—সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য ডিএমপির কাছে নেই বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার।

তিনি পুনরায় জোর দিয়ে বলেন, “সবকিছুই সম্ভাবনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পুলিশ বাহিনী সেই অনুযায়ী মাঠে প্রস্তুতি নিচ্ছে।”

এই সতর্কতামূলক অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করছে, যাতে সম্ভাব্য যে কোনো বিশৃঙ্খলা মোকাবিলা করা সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button